প্রতিবছরের মতো এবারও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতি পালন করছে শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শীতের সকালে রাজধানীর এবং রায়েরবাজার বধ্যভূমিতে ভিড় করতে শুরু করে নানা শ্রেণী-পেশার লোকজন।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল আটটার দিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিউগলের করুণ সুর বাজানো হয়। তাঁদের সঙ্গে সেখানে মন্ত্রিপরিষদ সদস্য, সাংসদ ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ সময় এক মিনিটি নীরবতা পালন করেন।
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন শেষে বের হয়ে যাওয়ার পরপরই শ্রদ্ধা জানাতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধা জানাচ্ছেন হারানো স্বজনদের প্রতি।
এদিকে রায়েরবাজার বধ্যভূমিতেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে সর্বস্তরের লোকজন।
আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। আওয়ামী লীগ বেলা তিনটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে।
Tuesday, December 14, 2010
গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস
Posted by Unknown on 12:30 PM
0 comments:
Post a Comment