৮-০, ৫-০, ৩-০, ৫-০। ! মেসি, ভিয়া, জাভি, ইনিয়েস্তা—বার্সেলোনার এমন জয়ের যাঁরা কারিগর, তাঁদের নিয়ে যিনি কাজ করছেন সেই পেপ গার্দিওলাই তো বিস্মিত হচ্ছেন, সাধারণ দর্শক আর কী বলবে!বার্সেলোনার এই চার জয়ের সর্বশেষটি এল পরশু। বার্সেলোনাকে হুঁশিয়ার করে ন্যু ক্যাম্পে এসে রিয়াল সোসিয়েদাদ উড়ে গেল ৫-০ গোলে। এই জয়ের পর বার্সেলোনা কোচ গার্দিওলাই বলেছেন, ‘আমরা ঠিক জানি না এই দলটা কী করতে চলেছে! এটা সাধারণত এক বা দুটি ম্যাচে ঘটতে পারে। কিন্তু এখন এটি ঘটছে সব সময়!’বার্সেলোনার মতো অন্যস্তরের ফুটবল খেলতে না পারলেও ভালো খেলছে রিয়াল মাদ্রিদও। বার্সেলোনার সঙ্গে এল ক্লাসিকোর ফলটা বাদ দিলে এ মৌসুমে হোসে মরিনহোর দলকেও দুর্দমনীয় বলতে হয়। স্প্যানিশ লিগে বার্সেলোনার প্রধান প্রতিদ্বন্দ্বীরা পরশু রিয়াল জারাগোজার মাঠ থেকে ফিরেছে ৩-১ গোলের জয় নিয়ে।অন্য স্তরের খেলোয়াড়দের মধ্যে শ্রেষ্ঠ বলতে হবে লিওনেল মেসিকেই।...